মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনী হাওয়া সারা দেশে

প্রার্থীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য কুমিল্লা-১ ও ২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের  প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গতকাল সংবাদ সম্মেলন করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুললেন একই আসনের আওয়ামী লীগ প্রার্থী সুবিদ আলী ভূঁইয়া এমপি। দাউদকান্দির নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সুবিদ আলী ভূঁইয়া বলেন, ড. মোশাররফ জাতীয় নির্বাচন বানচাল করতে গত ১১ ডিসেম্বর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্ট মেহমুদের সঙ্গে ফোনালাপ করে ষড়যন্ত্রের যে জাল বুনেছেন তা ইতিমধ্যে দেশি এবং বিদেশি মিডিয়ায় ফাঁস হয়ে গেছে। আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আহ্সান হাবীব চৌধুরী, আহম্মেদ উল্লাহসহ দলীয় নেতা-কর্মী ছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ। অভিযোগ প্রসেঙ্গ ড. মোশাররফ হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত।

সর্বশেষ খবর