বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোলায় আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

ভোটের হাওয়া : সারা দেশ

ভোলা প্রতিনিধি

ভোলা-২ আসনে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীরা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে পরস্পরবিরোধী অভিযোগ তুলেছেন। গতকাল বোরহানউদ্দিন উপজেলার নিজ বাসায় হাফিজ ইব্রাহিম লিখিত অভিযোগে বলেন, তিনি ১৬ ডিসেম্বর এলাকায় আসার পর তার নেতা-কর্মীদের মারধর করা হয়েছে। বাসা-বাড়ি ভাঙচুর করা হয়েছে। তার বাসায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। বাসার কাজের ছেলেকে মারধর করা হয়েছে। তিনি নিজেই অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। দুটি মামলায় ৭০০ নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে। ২০০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। ভোলা রিটার্নিং অফিসারের কাছে ২৩টি অভিযোগ লিখিতভাবে দিলেও ব্যবস্থা নেয়নি। আওয়ামী লীগের প্রার্থী আলী আজম মুকুল বোরহানউদ্দিনে তার বাসায় পৃথক সাংবাদিক সম্মেলন করে বলেন, বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমকে কেউ অবরোধ করে রাখেনি। বরং তিনি বোরহানউদ্দিনে কয়েকশ বহিরাগত ক্যাডার নিয়ে এলাকায় এসে তাণ্ডব চালান। তার পর অশান্ত হয়ে ওঠে এলাকা। ১৯টি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। আওয়ামী লীগের অর্ধশত নেতা-কর্মীকে মারধর করে।

সর্বশেষ খবর