বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

কুমিল্লা ও হবিগঞ্জ প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাদুয়ারা গ্রামের আয়েজ উল্লাহর ছেলে দুবাই প্রবাসী আবদুল মান্নান (৪০), তার ভাই আবুল কাশেম (৪২) ও লক্ষ্মীপুর জেলার বাবুল মিয়ার ছেলে রাকিব হোসেন (২০)। আহত হন মান্নানের ভাতিজা সালাউদ্দিন, স্ত্রী হাসিনা বেগম, মেয়ে হাফসা, তাকিয়া ও তানহা এবং গাড়িচালক নূর হোসেন পারভেজ। আহতদের মধ্যে দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাইক্রোবাস চালক পারভেজ জানান, বুধবার ভোরে মনোহরগঞ্জ থেকে ঢাকা বিমানবন্দর যাই। সেখান থেকে দুবাই ফেরত আবদুল মান্নান ও তার পরিবারকে নিয়ে বাড়ি ফিরছিলাম। মহাসড়কের নূরীতলা এলাকায় পৌঁছার পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়ানো একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর বাজারে গতকাল চায়ের দোকানে পিকআপ ভ্যান ঢুকে শাহেদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত শাহেদ আলী উপজেলার পশ্চিম চরহামুয়া এলাকার সুন্দর আলীর ছেলে। দুর্ঘটনার পর জনতা প্রায় ১ ঘণ্টা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।

সর্বশেষ খবর