বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শক্তিবর্ধক ওষুধ খেয়ে দুজনের মৃত্যু!

বদরগঞ্জ প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে কবিরাজের তৈরি ‘শক্তিবর্ধক ওষুধ’ খেয়ে একই পরিবারের দুজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এতে অসুস্থ হয়েছেন আরও দুজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার কালুপাড়া ইউপির ফয়েজের পাড়া গ্রামে গতকাল বিকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মধ্যখোলাবাড়ি গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে কবিরাজ মজিবর রহমান আÍীয়তার সূত্রে বদরগঞ্জের ফয়েজ উদ্দিনের বাড়ি বেড়াতে আসেন। মজিবর তার তৈরি করা ওষুধ বাড়ির সবাইকে খাওয়ান। ওষুধ খাওয়ার পরই ফয়েজ উদ্দিনের স্ত্রী ওসিরন বেওয়া (৯০) ও তার ছেলে ছালাম (৫০) মারা যান। গুরুতর অসুস্থ ফয়েজ উদ্দিনের অপর ছেলে নুর হোসেন (৪০) ও মেয়ে নুর বানুকে (২৮) প্রথমে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেলে পাঠানো হয়। রাতেই কবিরাজ মজিবরকে কবিরাজি ওষুধসহ আটক করে পুলিশ। বদরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. হাই রুবেল জানান, হাসপাতালে আসার আগেই দুজনের মৃত্যু হয়েছে। বদরগঞ্জ থানার ওসি জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত কবিরাজের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর