শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনী হাওয়া সারা দেশে

উৎকণ্ঠা দূর করতে ইভিএম প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

একাদশ সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের সবকয়টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সঙ্গে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে জনবহুল স্থানে ইভিএম ভোটপ্রদান পদ্ধতি প্রদর্শন করা হচ্ছে। নির্বাচন কর্মকর্তারা বলছেন, নির্বাচনের আগে ইভিএম নিয়ে ভোটারদের সব উৎকণ্ঠা দূর করা হবে। গতকাল খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ইভিএম বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়। এতে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন বলেন, খুলনা-২ আসনে অধিকাংশ ভোটার ইভিএম পদ্ধতিতে প্রথম ভোট দেবেন। এখানে বায়োমেট্রিক যাচাই ও ব্যক্তির উপস্থিতি বাধ্যতামূলক হওয়ায় কেন্দ্র দখল, জালভোট দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে ভোট গ্রহণের পর স্বল্প সময়ে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। এ কারণে কোনো প্রকার গুজব বা হুমকিতে ভোটারদের আতঙ্কিত না হতে জেলা প্রশাসক আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জিয়াউর রহমানসহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, নারী নেত্রী, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিরা।

সর্বশেষ খবর