শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিজয়ের গান ও আবৃত্তি

বাঞ্ছারামপুর প্রতিনিধি

‘স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের দিন শেষ, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ’ এই শ্লোগানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আলোচনা সভা, বিজয়ের গান ও আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। সাবেক যুুগ্ম সচিব সিরাজুর ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান আরিফ, নাট্যব্যক্তিত্ব শাহ আলম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম সাজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সুবীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া। সংগীত পরিবেশন ও আবৃত্তি করেন আবু বক্কর সিদ্দিক, দিল বাহার খান, মিঠু রানা মণ্ডল, উত্তম কুমার দাস, রেজা-ই-রাব্বী, বাছির দুলাল প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর