শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনী হাওয়া সারা দেশে

প্রার্থীদের প্রচারণায় মুখর রাঙামাটি

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

প্রার্থীদের প্রচারণায় মুখর রাঙামাটি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র ৮ দিন। এই সময়টুকু কাজে লাগাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চষে বেড়াচ্ছেন রাঙামাটির ১০ উপজেলা। আওয়ামী লীগ, বিএনপির পশাপাশি জাতীয় পার্টির প্রার্থীর পোস্টার শোভা পাচ্ছে নির্বাচনী এলাকায়। সড়ক ও নদী পথেও চলছে প্রচারণা।

জয়-পরাজয় নিয়ে ভোটারদের মধ্যেও চলছে হিসাব-নিকাশ। প্রার্থীদের যেমন বেড়েছে তোড়জোর, তেমনি ভোটাররাও প্রার্থী সম্পর্কে আলোচনা-পর্যালোচনা করছেন। আওয়ামী লীগ মরিয়া রাঙামাটি আসনটি ধরে রাখতে। আওয়ামী লীগের দুর্গে হানা দিতে মরিয়া বিএনপি। জনসংযোগে পিছিয়ে নেই জাতীয় পার্টিও। তৎপর জনসংহতি সমিতি। সব মিলয়ে আসনটিতে এবার লড়াই হবে হাড্ডাহাড্ডি। প্রসঙ্গত, রাঙামাটির ১০ উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি মিলে মোট ভোটার চার লাখ ১৮ হাজার ২১৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৫৩৬ এবং নারী ভোটার ২ লাখ ১৫ হাজার ৩০৭ জন।

সর্বশেষ খবর