শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নড়িয়ায় আ.লীগ প্রার্থীর গাড়িবহরে বোমা হামলার নিন্দা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক শামীমের নির্বাচনী এজেন্টের গাড়িবহরে বোমা হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ। গতকাল বেলা ১১টার দিকে নড়িয়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম বাবু রাঢ়ী। লিখিত বক্তব্যে বাবু রাঢ়ী জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে নড়িয়া পৌরসভার পাইকপাড়া গ্রামে শামীমের গাড়ী লক্ষ্য করে ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এ সময় আতঙ্কিত নেতা-কর্মীরা দ্রুত নিরাপদে সরে যান। এ ঘটনায় শামীম অক্ষত থাকলেও আহত হন ৩ কর্মী। আহত ৩ জনকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে পৃথক ঘটনায় একই রাতে ১টার দিকে সখিপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিকের বাড়ি লক্ষ্য করে ৭টি বোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এ হামলার জন্য স্থানীয় বিএনপি সমর্থকদের দায়ী করা হয়। এদিকে এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে নড়িয়া ও সখিপুর থানায় ২টি মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর