রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষকসহ নিহত ৫

প্রতিদিন ডেস্ক

বাগেরহাট, বগুড়া, গাজীপুর ও সিরাজগঞ্জে গতকাল সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই স্কুলশিক্ষক রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর- বাগেরহাট : বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার ফতেপুর ব্রিজ এলাকায় গতকাল বাসচাপায় মোদাচ্ছের আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মোদাচ্ছের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বাগেরহাট ফায়ার কর্মকর্তা মাসুদ রানা জানান, শনিবার সকাল ১০টার দিকে যাত্রীবাহী একটি বাস কচুয়ার ফতেপুর এলাকায় স্টিল ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা মোদাচ্ছের আলীকে চাপা দেয়। বগুড়া : শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার স্ট্যান্ডে গতকাল গাড়ি চাপায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নজরুল ইসলাম (৬০) নিহত হয়েছেন। নজরুল শাজাহানপুরের কাটাবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। এলাকাবাসী জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় গাড়ির চাকায় পিষ্ট হন নজরুল। গাজীপুর : কালিয়াকৈরে দুই ট্রাকের সংষর্ষে দুই চালক নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- রংপুর সদর থানার দুলালের ছেলে মিজান (২৮) ও টাঙ্গাইলের সখিপুরের কেবর উদ্দিনের ছেলে দেলোয়ার (২৩)। পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। গতকাল ভোরে চালক টায়ার বদলাতে ট্রাকটির নিচে যায়। এ সময় আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। সিরাজগঞ্জ : উল্লাপাড়ার চালা এলাকায় গতকাল সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় শাহ আলম (৪৫) এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তিনি উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামের সালমান হাবিবের ছেলে।

সর্বশেষ খবর