রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জনগণ রক্তপাতের রাজনীতি দেখতে চায় না : ফয়সল

নরসিংদী প্রতিনিধি

জনগণ রক্তপাতের রাজনীতি দেখতে চায় না : ফয়সল

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, আজ দেশে নিরাপত্তা নেই। কখন যে কে গ্রেফতার হয়ে যায় বলা যায় না। আমাদের কোনো ক্যাডার লাগে না, গুন্ডা লাগে না। বাংলাদেশের জনগণ আর রক্তপাতের রাজনীতি দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এখন এ ধরনের রাজনীতি আর চায় না। তারা শান্তি চায়, পরিবর্তন চায়। শনিবার দুপুরে নরসিংদীর শিবপুর শহীদ আসাদ কলেজ মাঠে  নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী দলীয় প্রচারাভিযানের নির্বাচনী জনসভায় মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী আরো বলেন, হোন্ডা গুন্ডা দিয়ে যে অপরাজনীতি চলছে, এইভাবে বাংলাদেশ চলতে পারে না।  তিনি বলেন বিপথগামী রাজনীতিবিদরা যদি বার বার ক্ষমতার বলয়ে সুযোগ পায়, তাহলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হবে। এ সময় জাকের পার্টির পাঁচটি আসনের প্রার্থীদের জনতার সামনে দাঁড় করিয়ে তাদের জন্য গোলাপ মার্কায় ভোট চান।

 

সর্বশেষ খবর