রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

খাগড়াছড়ি জেলা সদরের আশপাশের এক হাজার হতদরিদ্র পরিবারের মধ্যে গতকাল কম্বল বিতরণ করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক। এ সময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন, জিটুআই মেজর রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৬০০ পাহাড়ি এবং ৪০০ বাঙালি পরিবারের মধ্যে কম্বল বিরতণ করা হয়।

-খাগড়াছড়ি প্রতিনিধি

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু

বরগুনার টাউনহল সংলগ্ন ব্রিজের নিচে কুঁড়েঘরে অগ্নিদগ্ধ হয়ে শুক্রবার রাতে হালিমা বেগম (৭০) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। হালিমার স্বামী রহমান মোল্লা জানান, সন্ধ্যার পরে ঘরে মোমবাতি জ্বালিয়ে তারা স্বামী-স্ত্রী শুয়েছিল। হঠাৎ মোমবাতি থেকে আগুন লাগে।

-বরগুনা প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ল যুবক

বগুড়ার আদমদীঘি উপজেলায় গতকাল সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। এ ব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্থানীয়রা জানান, রেলগেট এলাকায় ওই যুবক চলন্ত ট্রেনের নিচে পড়ে।

-আদমদীঘি প্রতিনিধি

নেত্রকোনা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি

নেত্রকোনায় জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অ্যাড. দিলুয়ারা বেগমকে সভাপতি ও সাংবাদিক আলপনা বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নেত্রকোনার মালনী এলাকায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রিম সেন্টার কার্যালয়ে গতকাল এ সম্মেলন হয়। সম্মেলনে প্রথম অধিবেশনে গত কমিটির কার্যক্রম তুলে ধরা হয়। দ্বিতীয় অধিবেশনে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। -নেত্রকোনা প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর