রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মহাজোটের সমর্থন পেলেন পাপুল

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুর-২ আসনে মহাজোট প্রার্থী মোহাম্মদ নোমান নির্বাচন থেকে সরে যাওয়ায় মহাজোটের সমর্থন পেলেন স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদ ইসলাম পাপুল। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী কো-চেয়ারম্যান এইচটি ইমামের পক্ষে ড. সেলিম মাহমুদ স্বাক্ষরিত লিখিত চিঠিতে গতকাল স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মীদের ভোট করার জন্য নির্দেশ দেওয়া হয়। সেই লক্ষ্যে গতকাল দুপুরে পৌর শহরে কেন্দ্রীয়, জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জরুরি সভায় মিলিত হন। সভায় কেন্দ্রের নির্দেশনা মতে স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদ ইসলাম পাপুলকে সমর্থনসহ আপেল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়। পৌর শহরে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক এমপি হারুনুর রশিদ, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকন, তোফায়েল আহম্মদ, গোলাম ফারুক পিংকু, অ্যাড. নূর উদ্দিন চৌধুরী নয়ন, এমএ তাহের, একেএম সালাহ উদ্দিন টিপু, অধ্যক্ষ মামুনুর রশিদ, ইসমাইল খোকন, মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, কাজী জামসেদ কবির বাক্কী বিলাহসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শিল্পপতি মোহাম্মদ আলী খোকন বলেন, মহাজোটের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ার ও বিজয়ী করার জন্য কেন্দ্রের নির্দেশনা পেয়ে আমাদের দলীয় নেতাকর্মীরা একজোট হয়েছে এবং তারা উজ্জীবিত।

সর্বশেষ খবর