রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাপা প্রার্থীর মামলা নেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাঁশখালীতে নির্বাচনী পথসভায় হামলার শিকার জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী মামলা করতে গেলে তাকে থানা থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। উল্টো জাতীয় পার্টির ৩০-৪০ জন স্থানীয় নেতা-কর্মীকে পুলিশ আটক করে মিথ্যা মামলা দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, অনুমতি নিয়ে শুক্রবার বাঁশখালীর উত্তর চাম্বলের সিকদার দোকান এলাকায় নির্বাচনী প্রচারণা করতে গেলে, ওই ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হকের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র গ্র“প অতর্কিত হামলা চালায়। এ সময় ২৫ নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়। এরপর বিকালে জনসভা চলাকালে আবারও গুলিবর্ষণ করে। এতেও অনেকে গুলিবিদ্ধ হয়। তিনি বলেন, ওইদিন সন্ধ্যায় আমি বাড়িতে গেলে বাড়ি ঘেরাও করে প্রকাশ্যে গুলি করে সরকারদলীয় সমর্থকরা। পরে মামলা করতে গেলে বাঁশখালী থানা পুলিশ মামলা না নিয়ে থানা থেকে বের করে দেয়। আমাকে সমর্থন করার কারণে  ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ খবর