মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আগামী নির্বাচন স্বাধীনতার পক্ষের শক্তি বনাম বিরোধী শক্তি

উঠান বৈঠকে ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

আগামী নির্বাচন স্বাধীনতার পক্ষের শক্তি বনাম বিরোধী শক্তি

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি গতকাল বাঞ্ছারামপুরের ভুরভুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে করেন। এর আগে ভুরভুরিয়া, ঝুনারচর, গঙ্গানগর গ্রামে গণসংযোগ করেন তিনি। সিরাজুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল প্রমুখ। বক্তারা বলেন, বাঞ্ছারামপুরে এবারের নির্বাচন স্বাধীনতার স্বপক্ষের শক্তির সঙ্গে স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে। তারা বলেন- বাঞ্ছারামপুরে বিএনপির প্রার্থী এমএ খালেক স্বাধীনতা যুদ্ধের সময় দেশের হয়ে যুদ্ধ না করে পাকিস্তানে চলে যান। এই স্বাধীনতাবিরোধী প্রার্থীকে ভোট না দিতে আহ্বান জানান এলাকাবাসীকে। এমআর আক্তার মুকুলের লেখা ‘মুক্তিযুদ্ধের চরমপত্র’ বইয়ে যুদ্ধের সময় আব্দুল খালেকের ভূমিকার কথা লেখা আছে। তার বিচার দাবিও করেন বক্তারা।

 

 

সর্বশেষ খবর