বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনী হাওয়া সারা দেশে

সিরাজগঞ্জ-৬ : জমে উঠেছে নবীন-প্রবীণের লড়াই

আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৬ : জমে উঠেছে নবীন-প্রবীণের লড়াই

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুরে) জমে ওঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। আসনটিতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই হবে বিএনপির নবীন প্রার্থী শিক্ষাবিদ ড. এমএ মুহিত ও আওয়ামী লীগের প্রবীণ প্রার্থী হাসিবুর রহমান স্বপনের মধ্যে। তবে আওয়ামী লীগ প্রচারণা এগিয়ে থাকলেও ভয়ভীতি বাধার কারণে পিছিয়ে বিএনপি। ভোটাররা সুষ্ঠু পরিবেশ দাবি করে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাতে ঘর ফিরতে পারে সে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে শাহজাদপুরকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলা, তাঁত শিল্পকে আধুনিককরণের মাধ্যমে বিশ্বে তাঁতপণ্যে সরবরাহের ব্যবস্থা, নদীভাঙন প্রতিরোধ ও ভাঙনকবলিতদের বিশেষ কর্মসূচির মাধ্যমে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা প্রদান, নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থান, সড়ক, নৌ-যোগাযোগ ব্যবস্থাকে উন্নতকরণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরা, সমৃদ্ধ-দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত সমাজ গড়াসহ নানা প্রতিশ্রুতি দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন এমএ মুহিত। অন্যদিকে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন, বাঘাবাড়ী নৌ-বন্দরকে প্রথম শ্রেণিতে উন্নতিকরণ, নদী ফায়ার স্টেশন, গাড়াদহ নদীর উপর ব্রিজ ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ বিগত ১০ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি আগামীতে তাঁতী ও খামারীদের সুদমুক্ত ঋণ, কর্মসংস্থানের জন্য মিলকারখানা নির্মাণ, নদীভাঙন রক্ষায় প্রকল্প গ্রহণ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। প্রচার-প্রচারণায় বাধা, হামলা-মামলা ও ভোটারদের ভয়ভীতির অভিযোগ তুলে বিএনপি প্রার্থী জানান, শাহজাদপুরের মানুষ দুঃশাসন থেকে মুক্তি, গণতন্ত্র রক্ষা, খালেদা জিয়ার মুক্তি ও শাহজাদপুরকে দুর্নীতি-সন্ত্রাসমুক্ত করতে ৩০ ডিসেম্বর ধানের শীষকে বিজয় করবে। ভোটের পরিবেশ সুষ্ঠ ও শান্তিপুর্ন রয়েছে দাবি করে আওয়ামী লীগ প্রার্থী জানান, বিগত দশ বছরে শাহজাদপুরে যে উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পর এতো উন্নয়ন হয়নি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শাহজাদপুরবাসী নৌকাকে বেছে নিবে বলে তিনি মনে করছেন।

সর্বশেষ খবর