বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নানা আয়োজনে বড়দিন উদযাপন

প্রতিদিন ডেস্ক

খ্রিস্ট ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন ছিল গতকাল। দেশের বিভিন্ন জেলায় খ্রিস্টভক্তরা নানা আয়োজনে দিনটি পালন করেছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- রাজশাহী : মহানগরী ও জেলার চার্চগুলো ঐতিহ্যবাহী সাজে সাজানো হয়। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয় দৃষ্টিনন্দনভাবে। সোমবার সন্ধ্যা ৬টা থেকেই শুরু হয় বড়দিনের উৎসব। রাতে ও গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে প্রার্থনা। খ্রিস্টান ধর্মাবলাম্বীদের বাড়ি বাড়ি গিয়ে কীর্তন গেয়ে বড়দিনের আগমনী বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন খ্রিস্টানপল্লীতে কীর্তনের পাশাপাশি বসে ধর্মীয় গানের আসর। শেরপুর : ঝিনাইগাতি উপজেলার মরিয়ম নগর খ্রিস্টান ধর্মপল্লীতে সকালে প্রার্থনা এবং পরে কেক কেটে দিনটির শুভ সূচনা করেন মরিয়ম নগর সাধু জর্জ ধর্মপল্লীর পুরোহিত ফাদার সুবল কুজুর সিএসসি। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এছাড়া জেলার ৭৪টি গীর্জায় প্রার্থনা ও কেক কাটা হয়। পাবনা : জেলার ২২টি গির্জায় আলোকসজ্জা করা হয়। বাড়িতে বাড়িতে ক্রিসমাস ট্রি সাজানো, গোশালা তৈরি, পিঠা তৈরিসহ নানা আয়োজনে খ্রিস্ট ধর্মানুসারীদের বাড়িতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পাবনা শহর, চাটমোহর, ফৈলজানা ও আতাইকুলাসহ বিভিন্ন ব্যাপ্টিস্ট চার্চে সকাল থেকে ধর্মীয় অনুষ্ঠানিকতার পাশপাশি দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। প্রার্থনা শেষে কাটা হয় বড়দিনের কেক। নাটোর : বড়াইগ্রাম উপজেলার ছয়টি খ্রিস্টান ধর্মপল্লীর প্রায় ২০ হাজার জনগোষ্ঠি আনন্দঘন পরিবেশে বড়দিন পালন করেছে। সকালে বনপাড়া ক্যাথলিক চার্চে প্রধান পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রীবেরুর পরিচালনায় খ্রিস্টযোগের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। গির্জা প্রাঙ্গণে কীর্ত্তণে নেচে-গেয়ে আনন্দ ভাগাভাগি করে খ্রিস্টভক্তরা। গাজীপুর : কালীগঞ্জের খ্রিস্টান পল্লী খ্যাত নাগরী এলাকায় সেইন্ট নিকুলাস গীর্জায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। আগত যিশু ভক্তরা সবার মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বিনিময় করেন। এছাড়া গাজীপুরের শ্রীপুরে ‘শিশু পল্লী প্লাস’ টেংরা গ্রামে তাদের নিজস্ব কার্যালয়ে প্রায় ৪০০ শিশু ও ১৫০ জন মাসহ এক হাজার মানুষের জন্মদিন পালিত হয়েছে। শিশু পল্লী প্লাসের সুবিধাভোগী ৪০০ শিশুসহ সবাইকে জন্মদিনের উপহার দেওয়া হয়।  নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুর ও ময়মনসিংহের ধৌবাউড়ার সীমান্তে মনসা ভেদীকুডা ব্যাপ্টিস্ট ম-লীর উদ্যোগে সকাল থেকে শুরু হয় উৎসব। উৎসবে যোগ দেন নানা শ্রেণি-পেশার খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এছাড়া সবচেয়ে বড় ক্যাথলিক গীর্জা রানীখং মিশনে পালিত হয়েছে বড়দিন। সকল ধর্মের নানা বয়সের মানুষের পদচারণায় মুখরিত ছিল মিশন চত্বর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর