বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

অগ্নিকান্ডে শিশুর মৃত্যু ১১ দোকান পুড়ে ছাই

প্রতিদিন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল পৃথক অগ্নিকান্ডে জিদনী আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় একটি বাড়ি ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বাহিনী জানায়, বেলা ১১টায় কসবার জয়নগর বাজারে সারোয়ার মিয়ার লেপ-তোষকের দোকানে ডিজেল মেশিনের মিসফায়ার থেকে আগুন ধরে যায় । এ সময় পাশের নাসির মিয়ার মুদি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দুটি দোকান পুড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে। অপরদিকে কসবার জাজিয়ারা গ্রামের বারেক মিয়ার বাড়িতে দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে একটি ঘর পুড়ে গেছে। এ সময় ওই ঘরটিতে ভাড়াটিয়া বিল্লাল হোসেনের দুই বছর বয়সী মেয়ে জিদনী আক্তার ঘুমিয়ে ছিলেন। ফায়ার সার্ভিস কর্মিরা আগুন নিভানোর পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের লিটন মোড়ে অগ্নিকান্ডে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এক কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের।

সুন্দরগঞ্জ দমকল বাহিনী ইনচার্জ গোলাম মোস্তফা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর