শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাহাড়ে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ের সুবিধাবঞ্চিত এক হাজার ৪৮৫ জন মানুষকে শীতবস্ত্র দিলো রাঙামাটি সেনাবাহিনী। বৃহস্পতিবার বেলা ১১টায় পার্বত্যাঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় রিজিয়নের উদ্যোগে আয়োজিত এ শীতবস্ত্র কর্মসূচি উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল রেদুওয়ানুল ইসলাম, সদর দপ্তর ৩০৫ পদাতিক ব্রিগেডের জেনারেল স্টাপ অফিসার (জিএসও-টু) (ইন্ট) মেজর সৈয়দ তানভীর সালেহ উপস্থিত ছিলেন।

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সেয়দ রিয়াদ মেহমুদ বলেন, পার্বত্যাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী মানুষের কল্যাণে নিয়োজিত। তাদের সার্বিকভাবে সহযোগিতা  করে যাচ্ছে সেনাবাহিনী। এ শীতবস্ত্র পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায়ও বিতরণ করা হবে। শুধু এ অঞ্চলের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য সেনাবাহিনীর এ প্রয়াস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর