শিরোনাম
শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় মোঃ রুবেল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রুবেল মুরাদনগর উপজেলার শ্রীরামুর গ্রামের মৃত: ফজলুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার সাইলচর ব্রিজ সংলগ্ন স্থানে মুরাদনগর থেকে দেবিদ্বারগামী একটি মোটরসাইকেলকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লাগামী একটি খালি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। মোটরসাইকেল আরোহী রুবেল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

সর্বশেষ খবর