শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নৌকার পক্ষে মতবিনিময়

শেরপুর প্রতিনিধি.

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য শেরপুরের সন্তান আবদুল মজিদ শেরপুরের বিভিন্ন গণমাধ্যম কর্মীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের নিউ মার্কেটস্থ হোটেল সম্রাটের হলরুমে শেরপুরের ৩টি আসনের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর