শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা

মধু সংগ্রহ করছেন চাষি -বাংলাদেশ প্রতিদিনি

সিরাজগঞ্জের চলনবিলসহ বিভিন্ন উপজেলায় সরিষা আবাদকে কেন্দ্র করে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌ চাষিরা। সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা মৌ চাষিরা মৌ বাক্স স্থাপন করেছেন সরিষা খেতে। মধু শিল্পের উন্নয়নের জন্য আর্থিক ঋণ ও সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন মৌ চাষিরা। সরেজমিনে জানা যায়, সিরাজগঞ্জের চলনবিলসহ বিভিন্ন উপজেলার মাঠে মাঠে এখন সরিষা। যে দিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। অন্যদিকে সিরাজগঞ্জসহ দূরদূরান্ত থেকে আসা মৌ চাষিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সরিষার মাঠগুলো। মাঠের পাশে শত শত মৌ বাক্স স্থাপন করে সংগ্রহ করা হচ্ছে মধু। হাজার হাজার মৌ-মাছি প্রতিনিয়ত ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করছে। আর মৌ চাষিরা ৭-৮ দিন পর পর সেই বাক্সগুলো থেকে ধোঁয়ার মাধ্যমে মৌ মাছি সরিয়ে দিয়ে বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহ করছেন। সিরাজগঞ্জ জেলা মৌচাষ সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, এবার তিনি ১০০ মণ মধু সংগ্রহের টার্গেট  নিয়েছেন। বৈরী আবহাওয়ার কারণে একটু সম্যসা হলেও উৎপাদন লক্ষ্যমাত্রা পুরণ হওয়ার আশা প্রকাশ করছেন। তিনি আরো জানান, মধু সংগ্রহ করলেও বিক্রি নিয়ে নানা সমস্যা রয়েছে। দেশের মধু সংগ্রহকারী কোম্পানীগুলো সিন্ডিকেট করায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় সিন্ডিকেট ভেঙে সরাসরি চাষীদের কাছ থেকে মধু সংগ্রহ এবং বছরে ছয় মাস মধু সংগ্রহ করা যায় আর ছয়মাস মৌমাছিগুলোকে চিনিসহ বিভিন্ন খাদ্য খাইয়ে বাচিয়ে রাখতে পুঁজির সংকট দেখা দেয়-এ কারণে সরকারের কাছে স্বল্প সুদে আর্থিক সহায়তা দাবী মৌ-চাষীদের। সিরাজগঞ্জ জেলা  কৃষি সম্প্রসারণ অফিসার কর্মকর্তা জানান, এ বছর সিরাজগঞ্জ জেলায় ৫০ হাজার ৫৭৫ হেক্টর জমিতে সরিয়ার আবাদ হয়েছে। ১২০ জন মৌচাষী প্রায় ১২ হাজার মৌবক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন। ইতোমধ্যে ২০ মে.টন মধু সংগ্রহ হয়েছে। এবার ১৬৫ মে.টন মধু সংগ্রহ করা যাবে বলে তিনি জানিয়েছেন। মৌচাষ করলে পরাগায়ন বৃদ্ধি পায় যে কারণে মধু সংগ্রহ করার সরিষার আবাদও বৃদ্ধি পাচ্ছে। 

সর্বশেষ খবর