শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুর্ঘটনায় বাবা-মেয়েসহ পাঁচজনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও বরিশাল

দুর্ঘটনায় বাবা-মেয়েসহ পাঁচজনের প্রাণহানি

দুর্ঘটনাকবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া রিকশা

চট্টগ্রামের মিরসরাইয়ে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। উপজেলার বাড়তাকিয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুলতান (২৮), তার মেয়ে ইসরাত মুনতাহা (১) ও অটোচালক মোহাম্মদ নেজাম (৪৫)। আহত অটোযাত্রীর নাম রোজিনা বেগম। তিনি নিহত সুলতানের স্ত্রী। হতাহতদের বাড়ি মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে স্বামী-স্ত্রী ও শিশুসন্তানসহ বাজারের দিকে আসছিল এক পরিবার। এ সময় সিমেন্ট পরিবহনকাজে নিয়োজিত একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।

এদিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের আউলিয়াপুর ভেলু খাঁ জামে মসজিদ এলাকায় মাহেন্দ্র আলফা এবং ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছে। গতকাল ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পটুয়াখালীর উত্তর মহিষাকাটা এলাকার খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান রুবেল ও মির্জাগঞ্জ এলাকার কাছেম বয়াতীর ছেলে  মিজানুর রহমান (৩০)। আহতদের মধ্যে দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, বরিশাল থেকে যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র আলফা পটুয়াখালী যাচ্ছিল। পথে ওই মাহেন্দ্র আলফার সঙ্গে বিপরীতমুখি একটি ট্রাকের সংঘর্ষ হয়।

 

সর্বশেষ খবর