শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

৭০০ কোটি টাকার সম্পদ দখলের পাঁয়তারা

নামমাত্র মূল্য পরিশোধ, গড়ে তুলছে স্থাপনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ। জমিসহ মিলটির বর্তমান বাজারমূল্য প্রায় ৭০০ কোটি টাকা। ৩৫ কোটি টাকায় নামমাত্র মূল্যে ক্রয় দেখিয়ে ওই জমি দখলের প্রক্রিয়া চালাচ্ছে একটি চক্র। সেখানে ভবন নির্মাণের লক্ষ্যে চলছে নানা কার্যক্রম। আন্দোলনরত শেয়ার-হোল্ডাররা জানান, ২০০১ সালের ২১ মার্চ ৫১০ জন শেয়ার হোল্ডারকে মালিক বানিয়ে মিলটি হস্তান্তর করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। এক যুগ পর মিলের সাবেক পরিচালনা পর্ষদ মিলটিতে একজন বিনিয়োগকারী নিয়োগের কথা বলে প্রতারণার মাধ্যমে ৩৮২ জনের শেয়ার হাতিয়ে একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে। ১৮ একর ৬৫ শতাংশের উপর গড়ে ওঠা মিলটির আনুমানিক মূল্য ৭০০ কোটি টাকা হলেও মাত্র ৩৫ কোটি টাকায় মিলটি দখলে নেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। ৫৩ জন শেয়ারহোল্ডার শেয়ার বিক্রি করতে রাজি না হওয়ায় তাদের ওপর গত ৫ বছর ধরে চালানো হয়েছে নানা নির্যাতন। এক শেয়ারহোল্ডারের রিট পিটিশন অনুযায়ী ২০১৫ সালের ২১ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন দেওয়ার আদেশ দেন। নির্বাচন না হওয়া পর্যন্ত নিরপেক্ষ হিসেবে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ঘোষণা করে। অবৈধ পরিচালনা পর্ষদের লোকজনের বাধায় নির্বাচন দেওয়া সম্ভন না হওয়ায় হাইকোর্টের আদেশ অনুযায়ী এখনও মিলটির চেয়ারম্যান পদে আছেন জেলা প্রশাসক। আন্দোলনরত শেয়ারহোল্ডাররা অভিযোগ করেন, মিলটির স্থাবর ও অস্থাবর সম্পদ ভাঙচুরে নিষেধাজ্ঞা জারি রয়েছে হাইকোর্টের। তাতে কান না দিয়ে সাবেক দুর্নীতিবাজ পরিচালনা পর্ষদ এবং নামমাত্র টাকায় কিনে নেওয়া প্রতিষ্ঠানের লোকজন বেশিরভাগ স্থাপনা ভেঙে ফেলেছে। কেটে ফেলা হয়েছে গাছ।

 

সর্বশেষ খবর