শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

৪৭ দোকান পুড়ে ছাই ৩ কোটি টাকার ক্ষতি

প্রতিদিন ডেস্ক

৪৭ দোকান পুড়ে ছাই ৩ কোটি টাকার ক্ষতি

ফরিদপুর, শরীয়তপুর ও নেত্রকোনায় অগ্নিকা-ে ৪৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। প্রতিনিধিদের পাঠানো খবর- ফরিদপুর : সদরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত সাড়ে সাতরশি বাজারে শনিবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২৫টি দোকান পুড়ে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। স্থানীয়রা জানান, রাত সাড়ে তিনটার দিকে বাজারের খোকন সাহার মিষ্টির দোকান থেকে আগুন ধরে মুহূর্তেই লেলিহান শিখা বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শরীয়তপুর : বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে ১৪টি দোকানসহ মালামাল। শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গীর মোড় এলাকার একটি মার্কেটে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তালুকদার টেলিকমের স্বত্বাধিকারী বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। আড়াইটার দিকে শুনি দোকানে আগুন লেগেছে। শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, শহরের চৌরঙ্গী মোড়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন  নেভায়। এর আগেই পুড়ে যায় ১৪টি দোকান। এতে ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। নেত্রকোনা : সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে গতকাল সকালে অগ্নিকাইেমব ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে ঠাকুরাকোনা বাজারে মানিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে।

 

 

সর্বশেষ খবর