শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্কুলছাত্র নিফাত অপহরণ হত্যার ঘটনায় আটক ৫

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর এলাকায় চাঞ্চল্যকর স্কুলছাত্র ইফতিয়াক হোসেন নিফাতকে অপহরণ ও হত্যার ঘটনায় মূল আসামি রফিকুল ইসলামসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটকরা ক্রাইম পেট্রলসহ বিভিন্ন অপরাধ বিষয়ক অনুষ্ঠান দেখে নিফাতকে অপরণ ও হত্যা করে বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটকরা হলেন, নেত্রকোনা জেলার নোয়াপাড়া গ্রামের রজব আলীর ছেলে রফিকুল ইসলাম, তার মা রোজিনা বেগম, স্ত্রী তানজিনা, একই এলাকার আলী আহম্মেদের স্ত্রী মাজেদা বেগম ও কবিরুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল হামিদের ছেলে হারুন পলাতক রয়েছে। ‌র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গতরাতে র‌্যাবের একটি দল বাহাদুরপুর এলাকার ভাড়া বাসা থেকে হত্যায় জড়িত রফিকুল ইসলামসহ অপর ৪ জনকে আটক করে। পরে র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, অপহরণের দিন অভিযুক্ত রফিকুল পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম নিফাতকে খেলার ফাঁকে তার ভাড়া বাসায় নিয়ে আটক করে রাখে। কিন্তু ঘরের ভিতর থাকায় ভিকটিম চিৎকার দিতে থাকে এবং ভিকটিম ছাড়া পেলে তাদের কথা সবাইকে জানিয়ে দিবে এই ভয়ে তারা নিফাতকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। এক পর্যায়ে অভিযুক্ত রফিকুল প্রথমে ভিকটিমকে মাটিতে ফেলে গলায় ওড়না পেঁচিয়ে ধরে এবং পরবর্তীতে তার মা রেজিনাসহ তারা উভয়ে ভিকটিমের শরীরের উপর বসে নিফাতের গলা টিপে ধরে নৃশংসভাবে হত্যা করে। হত্যার পর আলামত ধ্বংস করার জন্য নিফাতের পায়ের জুতা, গলায় পেঁচানো ওড়না এবং খেলার ব্যাট আগুনে পুড়িয়ে ফেলা হয়। র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, আটক রফিকুল স্ত্রী ও মাকে নিয়ে গত ১০ বছর ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে বিভিন্ন গার্মেন্টে চাকরি করছে।

সর্বশেষ খবর