শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোলার প্রাথমিক বিদ্যালয়

গ্রেডেশন তালিকায় জ্যেষ্ঠতা লংঘনের অভিযোগ

ভোলা প্রতিনিধি

ভোলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির লক্ষ্যে সমন্বিত গ্রেডেশন তালিকা প্রস্তুতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মোটা অংকের টাকার বিনিময়ে সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে জুনিয়রদের তালিকাভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ আছে। অনিয়মের চিত্র তুলে ধরে এর প্রতিকার চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিভিন্ন উপজেলার সহকারী শিক্ষকরা। 

অভিযোগে উল্লেখ করা হয়, সরকারি নীতিমালা অনুযায়ী ২০১৩ সালের পহেলা জানুয়ারি যাদের চাকরি জাতীয়করণ হয়েছে তাদের চাকরির বয়স গণ্য করা হবে আগের চাকরিকালের অর্ধেক যোগ করে। কিন্তু গ্রেডেশন তালিকা প্রস্তুতের সময় সবার চাকরির বয়স ১ জানুয়ারি ২০১৩ থেকে গণ্য করা হয়েছে। আগের চাকরিকালের অর্ধেক যোগ না করায় ২০১৩ সালের আগে থেকে যারা চাকরি করছে তারা বঞ্চিত হচ্ছে। ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখীল চন্দ্র জানান, তার কাছে কেউ লিখিত অভিযোগ করেননি।

 

সর্বশেষ খবর