শিরোনাম
শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিভিন্ন স্থানে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

প্রতিদিন ডেস্ক

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে মহাজোট মনোনিত প্রার্থী মো: মোসলেম উদ্দিনকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির মনোনিত প্রার্থী খন্দকার রফিকুল ইসলাম।

শুক্রবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

মুন্সীগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী গোলাম মোহাম্মদ রাজু আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থী মৃণাল কান্তি দাসকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার দুপুর ১২টায় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এদিকে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) এবং দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. জুলফিকার হোসেন ও মো. মোনাজাত চৌধুরী একাদশ জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। গতকাল শুক্রবার সকালে এই দু’প্রার্থী দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে দিনাজপুর-২ (বিরল-বোঁচাগঞ্জ) আসনের জাপা প্রার্থী মো. জুলফিকার হোসেন জানান, মহাজোটের উম্মুক্ত প্রার্থী হিসেবে ভোটারদের কাছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। যার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে নেই।

 

 

সর্বশেষ খবর