শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শীতে কাঁপছে ছিন্নমূল মানুষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে শীতে কাঁপছে ছিন্নমূল মানুষ। এ জেলায় সারা দেশের মধ্যে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। এক দিন আগে বৃহস্পতিবার এ জেলার তামমাত্রা ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, রাজশাহীসহ উত্তরাঞ্চলের ওপর দিয়ে এখন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার এই পরিসংখ্যান বলছে যতই দিন যাচ্ছে তাপমাত্রার পারদ কেবলই নিচের দিকে নামছে। ভোরে ঘন কুয়াশা আর দিনভর ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়েছে ছিন্নমূল মানুষগুলো। রাতে তা আরও অসহনীয় হয়ে উঠছে। হিম বাতাস আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পড়েছে বিপাকে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, আরও দু-তিন দিন রাজশাহীসহ সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। ফলে নতুন করে উত্তর ও মধ্যাঞ্চলের আরও কিছু এলাকা শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে।

সর্বশেষ খবর