শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

১১ হাজার ভোল্টেজের তারে জড়িয়ে শিশুর মৃত্যু

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে মায়ের সামনে বিদ্যুৎপৃষ্টে তার শিশু ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হরতকিতলা এলাকায় গতকাল বিকালে। জানা গেছে, গতকাল বিকালে শিশু আকাশ দৌড়ে বাসার ছাদে উঠে। তার পিছু পিছু মা শিউলি আক্তারও ছাদে উঠেন। ততক্ষণে ওই ছাদের উপর দিয়ে নিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে জড়িয়ে যান আকাশ। ছটফট করতে করতে মায়ের সামনেই বিদ্যুৎপৃষ্টে সে মারা যায়। এ সময় মা ও স্বজনদের আহাজারিতে ওই এলাকা ভারি হয়ে উঠে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কালিয়াকৈর জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী সাইদুর রহমান জানান, ওই বিদ্যুতের তারের নিচে বিল্ডিং করার বিষয়টি আমাদের জানানো হয়নি। কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, বিদ্যুতের তারে পেছিয়ে এক শিশু মারা গেছে।

সর্বশেষ খবর