সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

অভিযোগের মাঝে হবিগঞ্জে ভোট

হবিগঞ্জ প্রতিনিধি

অভিযোগ, বিচ্ছিন্ন ঘটনার মাঝে ভোট হয়েছে হবিগঞ্জে। বিরোধী দলের অভিযোগ আইন শৃংখলা বাহিনীর সহযোগিতায় ভোট কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট বের করে দেওয়া, জাল, ভোট দিয়ে হবিগঞ্জে ৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে হবিগঞ্জ-৪ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের   ও  হবিগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আফসার আহমদ রূপক ভোট বর্জন করেছেন।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের ঐক্যজোট প্রার্থী গণফোরাম নেতা ড. রেজা কিবরিয়া অভিযোগ করেন যে, সকাল সাড়ে ১১টার পর থেকেই ১৭৬টি কেন্দ্রের মধ্যে ১৫০টি কেন্দ্র দখল করে নেয় আওয়ামী লীগ। প্রশাসন, পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সহায়তায় কেন্দ্রগুলো দখল হয় বলে অভিযোগ করেন তিনি। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বানিয়াচঙ্গের দাসপাড়া কেন্দ্রের ধানের শীষ এর এজেন্ট আবুল বাশার শোয়েবকে গ্রেফতার করা হয়। হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে হবিগঞ্জ পৌরসভার নোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে কিছু সময় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় ইস্পাত নামে এক কিশোর আহত হয়। একইভাবে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে চুনারুঘাট ও মাধবপুরে সব কটি কেন্দ্র দখল করে সরকারি দলের নেতাকর্মী ও সমর্থকরা জাল ভোট দিয়েছে বলে অভিযোগ করেন ঐক্যফ্রন্টের প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের। তিনি দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন।

সর্বশেষ খবর