সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঝালকাঠিতে বিছিন্ন ঘটনা ছাড়া ভোটের পরিবেশ ছিল শান্ত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির দুটি আসনে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। ভোরে তীব্র শীত আর ঘনকুয়াশার কারণে ভোটারের উপস্থিতি কিছু কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটারের সংখ্যা। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরেছেন বলে জানান সাধারণ ভোটাররা।

সকালে ঝালকাঠি-১ আসনের রজাপুর উপজেলার ইন্দ্রপাশা কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে আহত হয়েছেন দুজন। তাদের রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকটি সেন্টারে বিএনপির প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ সমর্থকদের সরব উপস্থিতি থাকলেও অনেক কেন্দ্রে বিএনপির নেতা-কর্মী দেখা যায়নি। ঝালকাঠি-২ এ আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ভোট দেননি। তার ভোট ঢাকায় থাকায় তিনি ঝালকাঠিতে ভোট দিতে পারেননি। তবে দুপুরে ঝালকাঠির বাসা থেকে বের হয়ে নলছিটিতে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। এ আসনে বিএনপির প্রার্থী জীবা আমিনা খান তার গ্রামের বাড়ি নবগ্রামে ভোট দিয়েছেন। এরপর তিনি নলছিটিতে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন। এ আসনে মোট পাঁচজন প্রার্থী থাকলেও জাতীয় পার্টির এমএ কুদ্দুস খান আগেই আমির হোসেন আমুকে সমর্থন জানিয়েছেন। বাকি দুই প্রার্থীর তৎপরতা লক্ষ্য করা যায়নি। অপর দিকে ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী বর্তমান এমপি বজলুল হক হারুন বেলা সাড়ে ১১টায় তার গ্রামের বাড়ি কানুদশ কাঠি ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। এ আসনের বিএনপির প্রার্থী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম দুপুর ২টা পর্যন্ত বাসা থেকে বের হননি। এ আসনে মোট পাঁচজন প্রার্থী থাকলেও অন্যদের কোনো সমর্থক মাঠে ছিলনা। কেন্দ্রে তাদের পক্ষে ছিলনা কোনো এজেন্টও।

সর্বশেষ খবর