পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে করা হত্যা মামলা প্রত্যাহার দাবিতে বাঘাইছড়ি উপজেলায় চলছে ৪৮ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ।
অবরোধের প্রথম দিন গতকাল ছিল শান্তিপূর্ণ। সকাল ৬টা থেকে অবরোধ কর্মসূচি শুরু করে জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার নেতা-কর্মীরা। বাঘাইছড়ি উপজেলা খাগড়াছড়ি সড়কে দূর-পাল্লার যানবাহন চলাচল করেনি। কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। হাট-বাজার, স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি অফিস ছিল স্বাভাবিক। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা থানা কমিটি স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, বসু চাকমাকে খুনের মিথ্যা অভিযোগে ২৭ জন জেএসএস সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। ওই মামলা ১৫ জানুয়ারির মধ্যে প্রত্যাহার করা না হলে অবরোধ ও স্থানীয় বাজার বর্জনের ঘোষণা দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি দুর্বৃত্তের গুলিতে খুন হন এমএন লারমা গ্রুপের কর্মী বসু চাকমা।