মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ভেঞ্চারে মেতেছে স্কাউটরা

গাজীপুর প্রতিনিধি

ভেঞ্চারে মেতেছে স্কাউটরা

গাজীপুরের মৌচাকে চলছে দশম বাংলাদেশ ও তৃতীয় সানসো স্কাউট জাম্বুরি। ৮ মার্চ থেকে শুরু হওয়া জাম্বুরির ১০ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আনুষ্ঠানিক উদ্বোধনের পর অংশগ্রহণকারী স্কাউটরা এখন আরও উজ্জ্বীবিত, অনুপ্রাণিত। গতকাল তারা মেতে উঠেছে বিভিন্ন ভেঞ্চারে। এদিন উল্লেখযোগ্য ভেঞ্চারের মধ্যে ছিল-অবস্ট্যাকল, হাইকিং, ফান অ্যান্ড গেম, গ্রিন ডিবেট, শিক্ষা সফর, করি ও শিখি। এ ছাড়া রাতে বিনোদনের জন্য রয়েছে তাঁবু জলসা। এ ছাড়া স্কাউটিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নিয়ে ‘টপ এচিভারস গ্যাদারিং’ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে শাপলা, প্রেসিডেন্টস স্কাউট ও প্রেসিডেন্টস রোভার স্কাউটপ্রাপ্তরা অংশ নিয়ে স্মৃতিচারণ, হাসি-আনন্দ, নৃত্যগীতে মেতে ওঠেন। উল্লেখ্য, এবারের জাম্বুরিতে দেশ-বিদেশের প্রায় ১২ হাজার স্কাউট ও গার্ল ইন স্কাউট, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এর মধ্যে ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ব্রুনাই দারুস সালাম, আমেরিকা, ইংল্যান্ড ও ফিলিপাইনের ৩৭৮ জন স্কাউট ও কর্মকর্তা অংশ নেন। জাম্বুরি শেষ হবে ১৪ মার্চ।

সর্বশেষ খবর