শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মহাসড়কে বাজার, ঘটছে দুর্ঘটনা

সুনামগঞ্জ প্রতিনিধি

মহাসড়কে বাজার, ঘটছে দুর্ঘটনা

কোটি টাকার মার্কেট পরিত্যক্ত রেখে মহাসড়কে বসছে বাজার

সুনামগঞ্জে পৌরসভার ওয়েজখালী এলাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত মার্কেট পরিত্যক্ত রেখে মহাসড়কে বসছে বাজার। সড়কের দুই পাশ দখল করে মাছ ও সবজি বাজার বসায় সিলেট-সুনামগঞ্জ সড়কের ওই অংশে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। জানা যায়, সড়কের দুই পাশ থেকে বাজার সরাতে সুনামগঞ্জ পৌরসভা ২০১৪ সালে ওয়েজখালি পৌর মিনি কিচেন মার্কেট নির্মাণ করে। কিন্তু অধিক গ্রাহক পাওয়ার লোভে নিয়ম না মেনে মহাসড়ক দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। সূত্র জানায়, কিচেন মার্কেট নির্মাণের পর ২০১৫ সালে পৌরসভা কর্তৃক সড়কের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালায়। পরবর্তীতে প্রশাসনিক নজরদারি শিথিল হওয়ায় ফের সড়কের দুই পাশ দখলে নেয়। পৌরসভার নির্মিত মার্কেটটি এখন গরু-ছাগলের চারণভূমিতে পরিণত হয়েছে। কেউ কেউ এটিকে কাঠের গুদাম হিসেবে ব্যবহার করছে। সড়কে মাছ, সবজি বাজারের কারণে দূষিত হচ্ছে পরিবেশ। নষ্ট সবজি, পঁচা মাছের উচ্ছিষ্ট অংশ সড়কের যত্রতত্র ফেলে রাখায় দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয় মাছ ব্যবসায়ী আলাল মিয়া বলেন, ‘সবাই সড়ক দখল করে ব্যবসা করছে। অন্যদের উচ্ছেদ করলে আমিও চলে যাব’। পথচারী কানন দাস জানান, জেলা শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক এটি। সড়ক দখল করে ব্যবসা করায় এখানে যান ও মানুষের ভিড় লেগে থাকে। সুনামগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, সড়ক দখলমুক্ত করতে শীঘ্রই অভিযান চালানো হবে। শুধু এই সড়কই নয়, অন্যসব সড়কও দখলমুক্ত করা হবে। সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত বলেন, ‘ব্যবসায়ীরা মার্কেট ব্যবহার না করে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করছেন। এদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে’।

সর্বশেষ খবর