বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নাব্য হারিয়েছে ২২ গাঙ বিপাকে হাজারো কৃষক

মৌলভীবাজার প্রতিনিধি

নাব্য হারিয়েছে ২২ গাঙ বিপাকে হাজারো কৃষক

হাওর কাউয়া দীঘি এলাকার পানিশূন্য একটি গাঙ -বাংলাদেশ প্রতিদিন

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে বিস্তৃত হাওর কাউয়াদীঘি। এখানকার বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহের একমাত্র ভরসা হাওরে উৎপাদিত এক ফসলি বোরো ধান। হাওরজুড়ে রয়েছে ছোট-বড় ২২টি গাঙ (ছোট নদী)। যুগ যুগ ধরে খনন না হওয়া এবং পাড় দখলের কারণে নাব্য হারিয়েছে এ সব গাঙ। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন হাওরপাড়ের হাজার হাজার কৃষক। সরজমিনে দেখা যায় মাছু গাঙ, দিগলা গাঙ, খইলতা গাঙ, ধলীয়ার গাঙসহ অন্য গাঙগুলোর করুণ অবস্থা। কোনো কোনোটি একেবারে পানিশূন্য। কোনোটিতে সামান্য পানি থাকলেও ধানবোঝাই নৌকা ঠেলে বা টেনে গাঙ পার করতে হয় চাষিদের। পশ্চিমভাগ গ্রামের কৃষক আব্দুল আহাদ, সমছুসহ অনেকে জানান, গাঙগুলো শুকিয়ে যাওয়ায় কৃষকরা বিপদে আছি। মৌলভীবাজার পাউবো’র নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র সরকার বলেন, ‘ইতোমধ্যে হাওর কাউয়াদীঘিতে দুইটি খাল খনন করেছি। পর্যায়ক্রমে বাকিগুলো খনন করা হবে।’

সর্বশেষ খবর