বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

এক পলক

নৌকা উল্টে শিশুর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকা উল্টে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম- সানজিদা আক্তার (৮)। মঙ্গলবার বিকালে লংগদু উপজেলার মুসলিম ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই উপজেলার মাইনী মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

-রাঙামাটি প্রতিনিধি

স্কুলছাত্রী ধর্ষণের শিকার

বগুড়ার গাবতলীতে ৩য় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে (৩০) সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে স্কুলছাত্রীর বাবা থানায় মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, ওই শিশুকে প্রতিবেশী উজ্জ্বল মিয়া গত ১৯ এপ্রিল সন্ধ্যারাতে নির্মাণাধীন পাকা ঘরের কক্ষে নিয়ে ধর্ষণ করে।

-নিজস্ব প্রতিবেদক, বগুড়া

১৪ বছর কারাদন্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মেমনগর গ্রামে স্কুলছাত্রীকে অপহরণ মামলায় আসামি টুটুল হোসেনকে ১৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়া হায়দার গতকাল এ রায় দেন। সাজাপ্রাপ্ত টুটুল দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের নওশাদ আলীর ছেলে। -চুয়াডাঙ্গা প্রতিনিধি

শাহীন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ধারালো অস্ত্রের আঘাতে নিহত বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মাহাবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি বগুড়া মোটর মালিক গ্রুপের সেক্রেটারি ও বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় আমিনুলকে রাজধানী ঢাকার মতিঝিল থেকে গ্রেফতার করে বগুড়ার পুলিশ সদস্যরা। এনিয়ে এই মামলায় মোট তিনজন গ্রেফতার হল।

-নিজস্ব প্রতিবেদক, বগুড়া

পুড়ল জাল তৈরির কারখানা

মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের গোপাল রায় দিঘীরপাড় এলাকায় মঙ্গলবার দুপুরে অগ্নিকান্ডে একটি মনোফিলামেন্ট জাল তৈরির কারখানা ও গোডাউন পুড়ে গেছে। বেলা ১২ টার দিকে ইউনিক ফিশিং নেট নামে ওই কারখানায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। -মুন্সীগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর