সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

গোপালগঞ্জে ডায়রিয়ার প্রকোপ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। প্রতিদিন ডায়রিয়া ওয়ার্ডে আসছে নতুন নতুন রোগী। ওয়ার্ডে বেডের সংকুলান না হওয়ায় রোগীদের ঠাঁই হচ্ছে রেইন শেডের নিচে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ১৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। পুরাতন রোগী রয়েছে ২৪ জন, সব মিলিয়ে রোগী রয়েছে ৩৯ জন। কিন্তু গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে বেড রয়েছে মাত্র ১৬টি। তাই রোগীদের বাইরে রাখা হচ্ছে বলে জানালেন কর্তব্যরত চিকিৎসক সুভাষ চন্দ্র ভাদুড়ী। এদিকে, ওয়ার্ডে ওরস্যালাইন, ট্যাবলেট, ইনজেকশন সাপ্লাই থাকলেও আইভি ফ্লুইড না থাকায় রোগীদের তা বাইরে থেকে আনতে হচ্ছে বলেও জানান তিনি।

হাসপাতালের উপ-পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ডায়রিয়া ওয়ার্ডের আশপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে এবং বাইরে থাকা রোগীদের দ্রুত হাসপাতালের সুবিধাজনক মেঝে স্থানান্তর করা হবে।

সর্বশেষ খবর