রবিবার, ৩০ জুন, ২০১৯ ০০:০০ টা

কৃষিজমির মাটি বিক্রির ধুম

গাজীপুর প্রতিনিধি

কৃষিজমির মাটি বিক্রির ধুম

গাজীপুরের কালীগঞ্জে মাটি কেটে নেওয়ার ফলে ডোবায় পরিণত ফসনি জমি -বাংলাদেশ প্রতিদিন

গাজীপুরের কালীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশে কৃষিজমির মাটি বিক্রির ধুম পড়েছে। নির্বিচারে মাটি কাটায় পৌরসভার চৌরা, মূলগাঁও, উত্তরগাঁও ও বালিগাঁও এলাকার ফসলি জমি পরিণত হয়েছে ডোবায়। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অসহায় কৃষকের কারও জমির মাটি জোর করে, কারোর জমির মাটি নামমাত্র মূল্যে লুট করা হচ্ছে। অথচ বিদ্যমান আইনে কৃষিজমির আকার পরিবর্তন ‘অপরাধ’।

তা ছাড়া পৌর এলাকায় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনের মাটি কাটা বা গর্ত করা সম্পূর্ণ বেআইনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস, পৌর মেয়র ও কালীগঞ্জ থানায় বিষয়টি জানানো হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা। কালীগঞ্জ পৌর মেয়র লুৎফর রহমান জানান, ‘কৃষিজমির মাটি কাটা বা শ্রেণির পরিবর্তন সম্পূর্ণ নিষেধ। এটি পরিবেশের জন্যও হুমকিস্বরূপ।’ কালীগঞ্জ থানার ওসি আবু বকর মিয়া জানান, ‘জোর করে মাটি কেটে নেওয়ার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ কালীগঞ্জের ইউএনও শিবলী সাদিক বলেন, ‘কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির এখতিয়ার জমির মালিকেরও নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’

সর্বশেষ খবর