রবিবার, ৩০ জুন, ২০১৯ ০০:০০ টা

পরীক্ষা হলে ছাত্রদের চুল কেটে দিলেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনটে পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রদের মাথার চুল কেটে দিয়েছেন দুই শিক্ষক। এতে ক্ষুব্ধ হয়ে পরীক্ষা বর্জন করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। গতকাল সকাল ১১টায় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ে বর্ষমধ্য পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সকাল ১০টায় নবম শ্রেণির গণিত-১ ও দশম শ্রেণির গণিত-২ পরীক্ষায় প্রায় ৯০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। কিন্তু পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পরই শ্রেণিকক্ষে ঢুকে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন ও রিক্তা আক্তার মারধর করে প্রায় ৫০/৬০ জন ছাত্রের মাথার চুল কেটে দিয়েছেন।

বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন ছাত্রদের মাথার চুল কেটে দেওয়ায় ছাত্র ও অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। নবম ও দশম শ্রেণির কয়েক ছাত্র জানায়, পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পরই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন ও রিক্তা আক্তার শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রদের মারধর করতে থাকেন। এরপর এক এক করে প্রায় সব ছাত্রের মাথার চুলই কাঁচি দিয়ে আঁকাবাঁকা করে কেটে দিয়েছেন তারা। ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ্ জানান, পরীক্ষা চলাকালীন ছাত্রদের মাথার চুল কেটে দেওয়ার ঘটনা দুঃখজনক। তাই এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর