রবিবার, ৩০ জুন, ২০১৯ ০০:০০ টা

সচেতনতামূলক সভা ট্রেনে পাথর নিক্ষেপ রোধে

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় গত ২৭ জুন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে মনিরা খাতুন নামে এক শিশু আহত হয়। এ ঘটনায় গতকাল সৈয়দপুর রেলওয়ে পুলিশের উদ্যোগে হাতীবান্ধা স্টেশন প্রাঙ্গণে ট্রেনে পাথর নিক্ষেপ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মহসিন হোসেন। সিদ্দিকী তাঞ্জিলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শফিকুর রহমান, তাপস সরকার প্রমুখ। বক্তারা বলেন, ট্রেন জাতীয় সম্পদ, এটি রক্ষার দায়িত্ব সবার। ট্রেনে পাথর কিংবা অন্য কিছু নিক্ষেপ করে যাত্রীকে আহত করা যেমন গুরুতর অপরাধ তেমনি ট্রেনে কোনো কিছু দিয়ে আঘাত করাও অপরাধের শামিল। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর