মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সাপ আতঙ্কে স্কুল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মুলাদী উপজেলায় রাঘুয়া কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কক্ষের মেঝে থেকে বের হওয়া ৬০টি সাপ পিটিয়ে মেরেছে স্থানীয়রা। গত বৃহস্পতিবারর এ ঘটনার পর সাপ আতঙ্কে শিক্ষার্থীরা স্কুলে আসছে না। এ কারণে বন্ধ রাখা হয়েছে স্কুলের কার্যক্রম। প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার চতুর্থ শ্রেণি কক্ষের মেঝেতে সাপ দেখতে পেয়ে চিৎকার শুরু করে শিশুরা। ওই সময় কক্ষে থাকা সব শিক্ষার্থী বেরিয়ে যায়। শিক্ষকরা ওই সাপটি মারার পর কক্ষের ভাঙ্গা মেঝের গর্ত থেকে একের পর এক সাপ বেরিয়ে আসতে থাকে। গত রবিবার পর্যন্ত শিক্ষকরা স্থানীয়দের সহায়তায় ৬০টি সাপ পিটিয়ে মেরে ফেলেন।

মুলাদীর ইউএনও জাকির হোসেন জানান, ওই বিদ্যালয়ের ভাঙ্গা মেঝে পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মেঝে ঠিক করে শিশু শিক্ষার্থীদের আতঙ্ক দূর করার পরই ক্লাস শুরু হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর