বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বসতঘরে তিন বছর ধরে বিদ্যুতের খুঁটি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পল্লী বিদ্যুৎ কর্তাদের কাছে লিখিত আবেদনের ৩ বছর পরও বসতঘরের মধ্যে স্থাপিত বিদ্যুতের খুঁটি সরানো হয়নি। ফলে মুক্তিযোদ্ধা পরিবারের ১৫ সদস্যর জীবন চরম ঝুঁকির মধ্যে পড়েছে। মুক্তিযোদ্ধা শেখ মুজিবর রহমান জানান, চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নী গ্রামে তার দ্বিতল ভবন রয়েছে। ওই ভবনের মধ্যে বিদ্যুতের একটি খুঁটি পড়েছে। সেই খুঁটি দিয়ে আশপাশের কয়েকটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। তার পরিবারে ৫টি শিশুসহ ১৫ জন সদস্য রয়েছে। ছাদে বিদ্যুতের তার ছড়িয়ে-ছিটিয়ে পড়ার কারণে পরিবারের ১৫ সদস্যের জীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এ ঘটনায় তিনি ৩ বছর আগে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি লিখিত আবেদন করে নিয়মানুযায়ী বিদ্যুতের খুঁটি সরাতে রশিদের মাধ্যমে ১১ হাজার ২১ টাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে জমা দিয়েছিলেন। কয়েক মাস আগেও তিনি বিষয়টির প্রতিকার চেয়ে পুনরায় লিখিত আবেদন করেছেন। কিন্তু অদ্যাবধি কোনো প্রতিকার পাননি। চিতলমারী পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত এজিএম মো. তরিকুল ইসলাম জানান, আবেদনটি জমা হওয়ার পর বাগেরহাটে পাঠানো হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর