শনিবার, ২৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

টেকনাফে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন একটি নৌকা থেকে সাত লাখ পিস ইয়াবা উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল ভোরে টেকনাফের দমদমিয়া-সংলগ্ন জালিয়ার দ্বীপ এলাকা থেকে ইয়াবাসহ নৌকাটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. মোহাম্মদ সোহেল রানা জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান নাফ নদী দিয়ে আসছে বলে গোপন খবর পাওয়া যায়। এর ভিত্তিতে তিনিসহ কোস্টগার্ডের একটি দল নাফ নদীর জালিয়া-দ্বীপ এলাকায় অভিযান  চালান। এ সময় কোস্টগার্ড সদস্যকে দেখে একটি নৌকা নাফ নদে ডুবিয়ে দিয়ে কয়েকজন লোক পালিয়ে যায়। পরে নৌকাটি পানি থেকে উদ্ধার করে সেখানে তল্লাশি চালিয়ে ছয়টি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে সাত লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রস্তুতি চলছে বলে জানায় কোস্টগার্ডের এই কর্মকর্তা।

 

সর্বশেষ খবর