সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পিকআপ উল্টে চার নির্মাণ শ্রমিক নিহত, আহত ১৫

প্রতিদিন ডেস্ক

পিকআপ উল্টে চার নির্মাণ শ্রমিক নিহত, আহত ১৫

নোয়াখালীতে পিকআপ উল্টে চার নির্মাণ শ্রমিক নিহত ও ১৫ জন আহত হয়েছেন। তিন জেলায় সড়কে প্রাণ গেছে আরও তিনজনের। প্রতিনিধিদের পাঠানো খবর-

নোয়াখালী : চৌমুহনী বাজারে গতকাল পিকআপ উল্টে চার নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল সকাল ৭টার দিকে ফেনী থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজারে ভবনের ছাদ ঢালাইয়ের জন্য ১৯ জন শ্রমিক পিকআপে করে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে গেলে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত ১৮ জনকে বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, তাদের হাসপাতালে আনার পথে তিনজেনর মৃত্যু হয়েছে। ৯ জন এখানে চিকিৎসাধীন রয়েছেন। নীলফামারী : সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী উত্তরা ইপিজেডের শ্রমিক হাবিবুর রহমান (২২) নিহত হয়েছেন। নীলফামারী- সৈয়দপুর সড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর জেলা সদরের কাঞ্চনপাড়া গ্রামের রশিদুর ইসলামের ছেলে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের যাত্রী ইপিজেড শ্রমিক মমতা খাতুন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া : শেরপুরে বাসচাপায় অটো ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম গোলাম মোস্তফা (২৬)। তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামের হাবিল উদ্দীনের ছেলে।

চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় জিপের ধাক্কায় মারা গেছে সাত বছর বয়সী শিশু মাহিয়া আক্তার মাহি। উপজেলা উত্তর হারবাং নতুন বাজার এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। মাহি ওই এলাকার কবির আহমদের মেয়ে। এদিকে গতকাল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন রাজবাড়ীর পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর