সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগের সভায় ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভায় উপজেলা নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। শহরের সুরসম্রাট আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন মিলনায়তনে এই সভা হয়। দলীয় সূত্র জানায়, সভায় ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা নির্বাচনে প্রশাসনের ভূমিকায় মনে হয়েছে তারা আওয়ামী লীগ ও নৌকাকে ঠেকানোর জন্যই মাঠে কাজ করেছে। প্রশাসন আমাদের নেতা-কর্মীর সঙ্গে যে ন্যক্কারজনক আচরণ করেছে তা ভোলার নয়। আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঁইয়া ওই নির্বাচনে প্রশাসনের লোকজনের হাতে লাঞ্ছিত হওয়ার বিবরণ দেন।

র.  আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সভায় সভাপতিত্ব করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সঞ্চালনায় বক্তৃতা করেন- সৈয়দ নজরুল ইসলাম, অ্যাডভোকেট শিবশংকর দাস, জহিরুল ইসলাম ভূঞা, হাবিবুল্লাহ বাহার প্রমুখ। গত ৩১ মার্চ অনুষ্ঠিত সদর উপজেলা নির্বাচনে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে পরদিন ছাত্রলীগ শহরে বিক্ষোভ করে। ব্রাহ্মণবাড়িয়ার সাবেক জেলা প্রশাসক বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, বর্তমান জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার আনোয়ার হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির, সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান ও সদর থানার ওসি (তদন্ত) জিয়াউল হককে দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছিল ছাত্রলীগ। ২৪ ঘণ্টার আলটিমেটামও দিয়েছিল।

সর্বশেষ খবর