সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এক পলক

ফারজানা হত্যার বিচার দাবি

ময়মনসিংহের ভালুকায় শিশু ফারজানা হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। ‘ভালুকার প্রতিবাদী যুবসমাজ’র ব্যানারে ভালুকা-গফরগাঁও সড়কে গতকাল ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে ফারজানার বাবা ফজলুল হক বলেন, খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। - ভালুকা প্রতিনিধি

শোভাযাত্রা

টাঙ্গাইলের সখীপুরে বিশ্ব হেপাটাইটিজ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে গুডনেইভারস বাংলাদেশ সখীপুর শাখা। সভায় বকুল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে আলোচনা করেন ডা. শাহীনুর রহমান শাহীন। এ সময় আ. মান্নান, ডা. মো. আরিফুজ্জামান খান, মো. জাহাঙ্গীর হোসেন, মোজাম্মেল হক সজল, শাহাদত হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

- সখীপুর প্রতিনিধি

পরিচিতি সভা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার নবগঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা গতকাল দুপুরে দাউদকান্দি পৌর সদরে অনুষ্ঠিত হয়। শাহজান খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ড. আহসানুল হক কিশোর । বক্তব্য রাখেন আক্তার ফকির, বিল্লাল মজুমদার, এনামুল হক, আমিনুল, মানিক সরকার, জুয়েল ব্যাপারী, ফখরুল সরকার, মনির হোসেন প্রমুখ।

-দাউদকান্দি প্রতিনিধি

পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভায় মশক নিধন কার্যক্রম পালিত হয়েছে। পৌর মেয়র মো. খায়রুল আলম ভূঞার নেতৃত্বে হালুয়াঘাট আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ও উত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশপাশসমূহ পরিষ্কার পরিচ্ছন্নতা ও ফগার মেশিনের মাধ্যমে ডেঙ্গু মশা প্রতিরোধ ওষুধ স্প্রে করা হয়।

- হালুয়াঘাট প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর