সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মাদক মামলায় চারজনের কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় চারজনকে ৫ বছর করে সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। চাঁপাইনবাবগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক লিয়াকত আলী মোল্লা আসামিদের উপস্থিতিতে গতকাল এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলো, সদর উপজেলার চরমোহনপুর এলাাকার সাদেকুল ইসলামের ছেলে জিয়াউর রহমান, হাবিবুর রহমানের ছেলে মান্নান, তেররশিয়া গ্রামের রসুল মোহম্মদের ছেলে আজাহার হক সিপার ও শিবগঞ্জ উপজেলার মুনসুর আলীর ছেলে রশিদ। সরকারপক্ষের আইনজীবী ফেরদৌস আলম ডলার জানান, ২০০৯ সালের ৮ অক্টোবর ভোররাতে সদর উপজেলার চরগ্রাম সাহেরের ঘাট এলাকায় র‌্যাব ৯৪৪ বোতল ফেনসিডিলসহ ওই চারজনকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই দিনই সদর থানায় মামলা করেন র‌্যাবের তৎকালীন ডিএডি সাহাব উদ্দিন।

সর্বশেষ খবর