শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মাশরাফির অর্থে কিটস ক্রয়

নড়াইল প্রতিনিধি

নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার ঘোষণা অনুযায়ী ব্যক্তিগত অর্থায়নে ক্রয় করা ডেঙ্গু শনাক্তকারী ৬০০ টি কিটস জেলা প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৩০০ টি কিটস নড়াইল সদর হাসপাতাল ও ৩০০ টি কিটস লোহাগড়া হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. আসাদুজ্জামান টনি, সদর পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, ডা. মশিউর রহমান বাবুসহ স্থানীয় সাংবাদিকরা।   এ সময় জেলা প্রশাসক আনঞ্জুমান আরা বলেন, সকল পেশার মানুষকে সঙ্গে নিয়ে নড়াইলের প্রতি ইঞ্চি জায়গা থেকে ডেঙ্গু নির্মূলে কাজ করবো। তিনি মাশরাফি বিন মোর্ত্তজা এমপিকে নড়াইলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, ডেঙ্গু রোগ মহামারি আকার ধারণ করলে, নড়াইলের ডেঙ্গু আক্রান্তদের পাশে থাকার কথা দিয়ে সব ধরনের সহযোগিতার ঘোষণা দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

সর্বশেষ খবর