শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দুই জেলে চার দিনেও উদ্ধার হয়নি

নোয়াখালী প্রতিনিধি

হাতিয়া উপজেলার মেঘনা উপকূল থেকে চাঁদার দাবিতে অপহৃত দুই জেলে চার দিনেও উদ্ধার হয়নি। ফলে উদ্বেগ ও উঠকণ্ঠার মধ্যে রয়েছে দুই জেলে পরিবারের সদস্যরা। এ ঘটনায় হাতিয়া থানায় মামলা হয়েছে। মামলার বাদী নুর উদ্দিন সোহাগ জানান, গত ১৯ আগস্ট তার আত্মীয় জেলে ইসরাফিল ও ফারুকসহ ২০ জেলে মেঘনা নদীতে ট্রলার ও নৌকা নিয়ে মাছ ধরতে যায়। এ সময় স্থানীয় জলদস্যু মোজাম্মেল কমান্ডার বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে।

এর মধ্যে মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে ১৮ জেলে মুক্ত হয়ে আসে। কিন্তু মুক্তিপণ না দিয়ে আমি থানায় জলদস্যু মোজাম্মেল বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা করি। এতে ক্ষিপ্ত হয়ে জলদস্যুরা ইসরাফিল ও ফারুককে গুম করে ফেলে। আমরা অপহৃতদের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

হাতিয়ার ওসি আবুল খায়ের জানান, অভিযোগ পাওয়ার পর সেখানে নৌ-পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু কোনো অপহরণের ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি নৌ-পুলিশ দেখবে।

সর্বশেষ খবর