রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শহরের ট্রাফিক পয়েন্টে গতকাল মুক্তিযোদ্ধার সন্তান ইয়াকুব বখত বহলুলের আহ্বানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে গড়ে ওঠা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সুনামগঞ্জের ২৮ লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা সদর হাসপতাল। একটি সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে এখানে অনিয়ম-দুর্নীতি চালিয়ে যাচ্ছে। তাদের কারণে সেবাবঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। তারা দাবি করেন, সরকারি ওষুধ মজুদ থাকার পরও রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করছে সিন্ডিকেট। এ ব্যাপারে জানতে সিভিল সার্জন ডা. আশুতোষ দাসের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ খবর